পাখি মানুষের কি উপকার করে।
বাংলাদেশের অনুরূপ প্রাকৃতির এক অপূব উপহার হলো পাখি।এই দেশে মানুষ পাখির ডাকে ঘুমিয়ে
পড়ে. আবার পাখির ডাকে ঘুম থেকে উঠে। বিভিন্ন ঋতুতে নানা রকম পাখি দেখা যায়।
পরিচিত পাখি:তোমাদের চেনাজানা পাখির সংখ্যা অনেক।দোয়েল কয়েল. ময়না. টিয়া. কাক. চিল.বাবুই.সালিক.টুনটুনি.বুলবুলি.ঘুঘু.বগ.এসব আমাদের পরিচিত পাখি। এয় পাখি গুলোকে আমরা সবসময় সবজায়গাই দেখতে পাই।
পাবেবিভিন্ন রকম পাখির বণনা: পাখি অনেক রকম আছে। এদের মধ্যে একটি পাখি হলো গানের পাখি। যেমন টিয়া পাখি গান গায়তে পাবে আবার মানুষের সাথে কথা বলতে।
পাখি উপকারিতা: পাখিরা জদি সাহায্য জদি না করতো তাহলে পৃথিবীতে মানুষ বসবাস করা অনেক কষ্ট কর হয়ে জেতো।যেমন পাখিরা ক্ষেতখামার বনজঙ্গল ফল ও ফুলের বাগানের অসংখ্য ছোট বড় নানান জাতের পোকামাকড় আছে।তাড়া গাছপালা খেয়ে নষ্ট করে ফেলে।অবশ্য পোকামাকড়া সুধু ক্ষতি করে তা নয়, উপকারও করে। এই পোকামাকড়কে ওই পাখিরা খেয়ে আমাদের উপকার করে । আবার কৃষক যখন জমিতে লাঙ্গল দেয় তখন বক ছোট সাদা বক শালিক ইত্যাদি নানান ধরনের পাখি পোকামাক খেতে সাহায্য করে। একটি ছোট পাখি ঘন্টায় প্রায় ১২শো পোকা ধরে খেতে পারে। আবার ঘরের আশপাশ থেকে যেসব বিষধর পোকামাক কিট পতঙ্গ তাদের ধরে খায় চুড়ুই এবং দোয়েল। পাখি আমাদের উপকারী বন্ধু পাখিকে বাচতে দিন পাখির রক্ষায় সচেতন হন । পাখির আবাসস্থল সংরক্ষণ ও নিরাপদ বসবাসের সুযোগ রাখুন। পাখি থাকলে কৃষক বাঁচবে দেশ লাভবান হবে। হাঁস মুরগি ডিম পের মানুষের খাদ্য যোগায় তাই অনেকেই এদের বাড়িতে পোসে। আবার শকুন ময়ৃর চিল আকারের বড় পাখি। এদের সাধারণত বনেজঙ্গলে দেখা জাই।পাখিরা সাধারণ ফলমল খেয়ে থাকে। তবে অনেক পাখি মাংস খেয়ে থাকে আবার মানুষেরা জেসব খাবার ফেলে দেয় তাড়া সেগুলো খেয়ে থাকতে পারে।
পাখি প্রাকৃতিক ব্যবস্থা একটি অপরিহার্য অংশ। এগুলি পরাগায়নকারী হিসেবে এবং অনেক কাছের বীজ বিচ্ছুরণনের জন্য অপরিহার্য বিশেষ করে স্থানীয় গাছ পালা। পাখিরা বিভিন্ন ধরনের পোকামাকড় ইঁদুর এবং অন্যান্য ছোট প্রাণীদের ও খেয়ে স্বাভাবিকভাবে মানুষের ভারসাম্য রক্ষা করে পাখিরা।
পাখি আমাদের অনেক উপকারে লাগে। পাখিরা যখন ভোরে ডাকাডাকি করে তখন শুনতে অনেক ভালো।, পাখির আমাদের পরিবেশ রক্ষা করে। এবং পাখি দেখতে আমাকে অনেক ভালো লাগে , এই পৃথিবীতে নানান রকমের পাখি, আল্লাহ তায়ালা পাখিকে এমন আকৃতি সৃষ্টি করেছেন, তার সৃষ্টির কোন তুলনা হয়না।সে এত সুন্দর করে পাখি আঁকার আকৃতি বানিয়েছে।
ইনফোটেক ২৪ জুরে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url